Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

ঢাকা, রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
প্রকাশ : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫৩
আমলাতান্ত্রিক জটিলতায় সরকার দ্রুত সিদ্ধান্ত দিতে পারে না
——— মন্ত্রিপরিষদ সচিব
নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতায় সরকার অনেক সময় দ্রুত সিদ্ধান্ত দিতে পারে না। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) অনেক ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।

তিনি গতকাল মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত ‘কার্যকর উন্নয়নের জন্য সরকারের মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। এনজিওবিষয়ক ব্যুরো ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। সচিব বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় থাকলে বিষয়টি দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়ক হতে পারে। একই সঙ্গে দুপক্ষের মধ্যে সমন্বয় করা গেলে সমন্বয় ঘাটতিও দূর হবে।

এই পাতার আরো খবর
up-arrow