শিরোনাম
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজশাহীতে ৯ মাসে সড়কে নিহত ২২০

১৮ দিনে ১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী অঞ্চলে গত ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২০ জন। এর মধ্যে জানুয়ারিতে ২৪, ফেব্রুয়ারিতে ২৬, মার্চে ২৪, এপ্রিলে ২০, মে মাসে ১০, জুনে ৪২, জুলাইয়ে ২৮, আগস্টে ২২ ও চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ঈদুল আজহার আগে ও পরে ১৫ দিনে রাজশাহীর বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। অনেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। আবার আহতের অনেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন জানান,  বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে মহাসড়কে ভটভটির সঙ্গে বাস ও ট্রাকের সংঘর্ষের জেরে। পুলিশ মহাসড়কে এসব ভটভটি চলাচলে বাধা দিয়েও থামাতে পারছে না। এ কারণে দুর্ঘটনা বেড়েছে।

রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, নগরীতে দুর্ঘটনা খুবই কম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী এ বছরে ২২০ জনের মৃত্যুর খবর তাদের কাছে আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর