মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

দেশের মাটিতে নূর চৌধুরীর ফাঁসি দেখতে চায় সিলেটবাসী

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কানাডা সরকার নমনীয় মনোভাব দেখানোয় খুশি সিলেটের সাধারণ মানুষ। খুনি নূর চৌধুরীর নিজ এলাকা সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই (উম্মরকবুল) গ্রামের মানুষও দেশের মাটিতে তার ফাঁসির রায় কার্যকর দেখতে চান। এই রায় কার্যকরের মাধ্যমে সিলেটসহ সারা দেশ কলঙ্কজনক একটি অধ্যায় থেকে মুক্তি পাবে বলে মনে করছেন তারা। কানাডা সরকারের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবি তাদের। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীর বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই গ্রামে। গ্রামের বাড়িতে নূর চৌধুরীর পরিবারের স্মৃতি হিসেবে রয়েছে কেবলমাত্র একটি ছোট্ট ঘর। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর ওই বাড়িতে নূর চৌধুরীর পরিবারের আর কারও পা পড়েনি। নূর চৌধুরীকে এলাকার নতুন প্রজন্মরা না দেখলেও তাকে জানেন ইতিহাসের এক ঘৃণিত খুনি হিসেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বৈঠকে নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ঐকমত্য হওয়ায় খুশি নূর চৌধুরীর জন্মস্থান সিলেটের মানুষ।

সর্বশেষ খবর