বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জেলখালের অবৈধ স্থাপনা উচ্ছেদে আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সোনামিয়ার পোল পর্যন্ত জেলখালের দুই পাশের সাড়ে ৪ কিলোমিটারের অবৈধ দখলদার উচ্ছেদে আলটিমেটাম দিয়েছে জেলা প্রশাসন। এরমধ্যে সোমবার খালের দুপাশে সীমানা চিহ্নিত করে লাল নিশানা টানানো হয়েছে। লাল নিশানার মধ্যে থাকা সব স্থাপনা আজকের মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরানো না হলে উচ্ছেদ অভিযান শুরু করবে প্রশাসন।  জেলা প্রশাসক জানান, তিনিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন গিয়ে সিএস ম্যাপ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করে লাল নিশানা টানিয়ে দিয়েছেন। নিশানার মধ্যে থাকা স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়া না হলে আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হবে। জেলা প্রশাসক জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্ধারিত সাড়ে ৪ কিলোমিটার পরিস্কার-পরিচ্ছন্ন করা হবে। জেলখালের নাব্যতা ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসকের উদ্যোগে ২৬ এপ্রিল থেকে দখলমুক্ত করার অভিযান শুরু হয়।

সর্বশেষ খবর