বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নৌকার আদলে মঞ্চ থাকবে ১০০ চেয়ার

আওয়ামী লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে নৌকার আদলে মূল মঞ্চ থাকবে ১০০টি চেয়ার। মঞ্চটি হবে দুইশ ত্রিশ ফুট বাই একশ পঁচিশ ফুট। পুরোটাই থাকবে খুঁটিবিহীন। মঞ্চের সামনে ডেলিগেট ও কাউন্সিলদের জন্য চেয়ার থাকবে ৪০ হাজার। গতকাল বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের জাতীয় সংসদের অফিস কক্ষে মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঞ্চ সাজসজ্জা উপ-কমিটির সদস্য সচিব মির্জা আজম বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। মির্জা আজম বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ কেন্দ্রীয় সম্মেলনের ঢেউ তৃণমূলে ছড়িয়ে দিতে হবে। আমরা সেভাবেই কাজ করছি। ইতিমধ্যে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত চিঠি জেলায় জেলায় পাঠানো হয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে ১৫টি টিম কাজ শুরু করেছে। তিনি বলেন, প্রবেশদ্বারগুলোতে ডিজিটাল বিলবোর্ড ও ডিসপ্লে স্থাপন করা হবে। পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করা হবে। মির্জা আজম বলেন, জেলা সভাপতির জন্য পৃথক চেয়ার থাকবে, যেন তারা পতাকা উত্তোলন শেষে বসতে সমস্যায় না পড়েন। এবারের সম্মেলনে ব্যক্তির ছবি দিয়ে বিলবোর্ড ও পোস্টার  করা যাবে না জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা, কিছু কিছু ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয়ের ছবি থাকবে। অন্য নেতার ছবি ব্যবহার করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর