Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০২:৪৫
বিচার দাবিতে বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
বিচার দাবিতে বিক্ষোভ

গাজীপুরের গৃহবধূ নুসরাত জাহান টুম্পাকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে এর প্রতিবাদে এবং অভিযুক্ত স্বামী গাজীপুর সিটির কাউন্সিলর সোলায়মান মিয়ার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বিকালে গাজীপুর সিটির কোনাবাড়ী-কাশিমপুর সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় নিহত টুম্পার বাবা বিএনপি নেতা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিয়ের কয়েক বছর পর থেকেই সোলায়মান তার মেয়ে টুম্পাকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন। একমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে তার মেয়ে সংসার করতে থাকেন। তিনি সাংবাদিকদের বলেন, ঢাকা মেডিকেলের ময়নাতদন্তকারী চিকিৎসক তাদের জানিয়েছেন টুম্পাকে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে।

মানববন্ধনে কাউন্সিলর শফিকুল আমিন তপন, আজাহারুল ইসলাম মোল্লা, মো. খলিলুর রহমান, আব্বাস উদ্দিন খোকন, শাহনাজ পারভিন, মাহমুদা আক্তার মুক্তি, শিল্পপতি মফিজুল ইসলাম, জাকির হোসেন, ফারুক হোসেন, ইসমাইল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর
up-arrow