বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

উচ্চ মাধ্যমিকের সৃজনশীলে ছয়টি প্রশ্ন রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক

উচ্চ মাধ্যমিকে সৃজনশীল প্রশ্নপত্রের উত্তরে সাতটির পরিবর্তে ছয়টি প্রশ্ন বহাল রাখার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাধারণ ছাত্রসমাজ’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রব পাবলিক কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী বৃষ্টি উপেক্ষা করে এই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, লিখিত অংশে আগে সৃজনশীলে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হতো। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৭ সালের পরীক্ষায় সাতটি করে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। এর বিপরীতে সময় বাড়ানো হয়েছে মাত্র ১০ মিনিট। কিন্তু একটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে ১৫ থেকে ২০ মিনিট প্রয়োজন। এ ছাড়া এমসিকিউএ ৪০ নম্বর থেকে কমিয়ে ৩০ করা হয়েছে। এসবের প্রতিবাদ জানাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর