বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে রায় কার্যকরের দাবি

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীসহ পলাতক সব খুনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। গতকাল সংগঠনের কলাবাগানের কার্যালয়ে এক আলোচনা সভায় তরিকত মহাসচিব এম এ আউয়াল এ দাবি জানান। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, ড. সৈয়দ মুতাওয়াক্তিল বিল্লাহ রাব্বানী ও জাহাঙ্গীর হাছান প্রমুখ উপস্থিত ছিলেন।

এম এ আউয়াল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বৈঠকে নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ঐকমত্য হওয়ায় দেশবাসী খুশি। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি কলঙ্কজনক একটি অধ্যায় থেকে মুক্তি পাবে। এম এ আউয়াল বলেন, বঙ্গবন্ধুর খুনিদের একটি অংশ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বঙ্গবন্ধুর চিন্তা ও মতাদর্শ প্রতিষ্ঠা করতে না পারলে ভবিষ্যতে বিপদ অপেক্ষা করছে। তাই তার চিন্তা ও আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর