বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এতিম কন্যাশিশুদের সরকারি ভাতা দেওয়ার কর্মসূচি আসছে

নিজস্ব প্রতিবেদক

পিতা-মাতাহীন কন্যাশিশুদের আর্থিক নিরাপত্তা ও স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত বিশেষ কর্মসূচি বা প্রকল্পের আওতায় নির্ধারিত হারে সরকারি ভাতা প্রদান করার উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে কাজ করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ ও নাসরিন জাহান রত্না বৈঠকে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর