Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০৩:০৬
শান্তির জন্য আন্দোলন রক্ষা করবে সভ্যতাকে
—অধ্যাপক আনিসুজ্জামান
নিজস্ব প্রতিবেদক

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, যুদ্ধের বিরুদ্ধে শান্তির জন্য আন্দোলন মানব সভ্যতাকে ভয়াবহ সংঘাত থেকে রক্ষা করতে পারে। তাই ক্ষুদ্র শক্তি দিয়েই শান্তির পক্ষে কাজ করতে হবে। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে বাংলাদেশ শান্তি পরিষদ এর আয়োজন করে। ড. আনিসুজ্জামান আরও বলেন, গত ২৫ বছর ধরে দেখে আসছি পৃথিবীতে যুদ্ধ-সংঘাত-সন্ত্রাস শেষ হয়নি।

এই পাতার আরো খবর
up-arrow