শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকীতে প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকীতে প্রদর্শনী

শিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির চিত্রশালার গ্যালারি-৩ এ শুরু হয়েছে ‘তোমার চোখে এস এম সুলতান-২০১৬’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনী। খুদে শিল্পীদের আঁকা চিত্রাঙ্কন প্রতিযোগিতার ২০০টি চিত্রকর্ম দিয়ে সাজানো এই প্রদর্শনীর পাশাপাশি আরও রয়েছে বায়োস্কোপ, অ্যানিমেশন চলচ্চিত্র প্রদর্শন, কমিকস বইয়ের স্টল প্রভৃতি। শিল্পকলা একাডেমি ও চারুপুঁথির যৌথ আয়োজনে গতকাল বিকালে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও প্রদর্শনীর উদ্বোধন। সম্মিলিতভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, ভাস্কর হামিদুজ্জামান খান ও কাজী ফুডসের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। কাল শনিবার শেষ হবে তিনদিনের এ প্রদর্শনী। কাল থেকে জাতীয় নাট্যোৎসব : বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শনিবার শুরু হচ্ছে ‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ শীর্ষক ১৮ দিনব্যাপী জাতীয় নাট্যোৎসব। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে মঞ্চায়ন হবে উৎসবের নাটকগুলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর