শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

তুলে নেওয়া হচ্ছে ৫ টাকার মুদ্রা

আলী রিয়াজ

তুলে নেওয়া হচ্ছে ৫ টাকার মুদ্রা

বাজার থেকে পর্যায়ক্রমে তুলে নেওয়া হচ্ছে পাঁচ টাকার নোট ও কয়েন। বাজারে প্রয়োজনের তুলনায় পাঁচ টাকার মুদ্রার পরিমাণ বেশি হওয়ায় বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। ধাতব কয়েন ও কাগুজে নোটের পরিমাণ বর্তমানে বাজারে রয়েছে ৮০০ কোটি টাকার মতো। বাংলাদেশ ব্যাংক থেকে সরকারি নোটে পরিণত হওয়ার পর সর্বশেষ গত জুন মাসে অর্থসচিবের স্বাক্ষরে পাঁচ কোটি টাকা মূল্যের এক কোটি নোট বাজারে ছাড়া হয়। চূড়ান্তভাবে নোট বাতিল করার সিদ্ধান্ত না নিলেও আপাতত নতুন করে আর পাঁচ টাকার নোট না ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের রক্ষিত নতুন টাকার মধ্যেও বর্তমানে পাঁচ টাকার নোট নেই। গত ঈদুল ফিতরেও গ্রাহকদের নতুন টাকা হিসেবে পাঁচ টাকার নোট সরবরাহ করা হয়েছিল। তবে ঈদুল আজহায় পাঁচ টাকার নোট সরবরাহ করা হয়নি। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এত দিন পাঁচ টাকা ছিল বাংলাদেশ ব্যাংকের মুদ্রা। গভর্নরের স্বাক্ষরে বাজারে রয়েছে সেই পাঁচ টাকার নোট। কিন্তু গত জুন মাসে এক টাকা ও দুই টাকার সঙ্গে পাঁচ টাকার নোটও সরকারি নোট হিসেবে চালু করা হয়। বাকি ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট বাংলাদেশ ব্যাকের নোট হিসেবে চালু রয়েছে।

সর্বশেষ খবর