শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে ১৯ সালে

——— ওবায়দুল কাদের

নোয়াখালী ও কুড়িগ্রাম প্রতিনিধি

সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে ১৯ সালে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল নোয়াখালীর এক অনুষ্ঠানে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০১৯ সালে হবে। তার আগে আগাম বা মধ্যবর্তী বলে কোনো নির্বাচন হবে না। এ ছাড়া কুড়িগ্রামের এক অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান জানিয়েছেন, ওই নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতেই হবে।

ওবায়দুল কাদের গতকাল বেলা ১১টায় নোয়াখালীর প্রবীণ সাংবাদিক প্রয়াত বিজন সেনের মাইজদী হাউজিং এস্টেটের বাসায় শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় নির্বাচন সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, একটি নির্বাচিত সরকার ৫ বছর মেয়াদ শেষ করে পরবর্তী নির্বাচন দেয়। তবে আমরা এর আগেই তফসিল ঘোষণা করব। তা হবে সরকারের শেষ ৯০ কার্য দিবসের মধ্যে। এ সময় জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর