শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইলিশ ধরার নিষেধাজ্ঞা সময় ১ সপ্তাহ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

প্রজনন মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময় সাত দিন বাড়িয়ে এবার ২২ দিন করছে সরকার। ওই সময়ে ভিজিএফ কার্ডের মাধ্যমে ৪০ কেজি করে চাল পাবেন জেলেরা। মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা থাকবে। সংশ্লিষ্টদের নিয়ে সভা করে শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। ইলিশ ধরা বন্ধের সময় এবার আরও সাত দিন বেড়ে যাওয়ায় এই সময়ে ভিজিএফ কার্ডের মাধ্যমে জেলেদের সহায়তা দিতে ত্রাণ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল, তারা সম্মত হয়েছে।

সর্বশেষ খবর