শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রাথমিকে উচ্চশিক্ষিতদের সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উচ্চশিক্ষিত, মেধা ও যোগ্যতাসম্পন্নদের সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়াসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ৯ দফা দাবির মধ্যে অন্যতম হলো— উচ্চশিক্ষিত ও  মেধাবীদের সহকারী শিক্ষক পদে নিয়োগ, বিভাগীয় উচ্চপদে সহকারী শিক্ষকদের মধ্য থেকে মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি, একই পাঠ্যপুস্তক ও কারিকুলামের আওতায় একীভূত প্রাথমিক শিক্ষা চালু, সিনিয়র সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের শূন্যপদে নিয়োগ, সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি ও সব বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ।

সর্বশেষ খবর