Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
প্রকাশ : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৩৪
শেখ হাসিনা নন্দিত নেত্রী : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফল নেতৃত্বের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকালে দুটি পুরস্কারসহ ২৯টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। তিনি শুধু দেশের নন, সারা বিশ্বের নন্দিত নেত্রী।

তার এ অর্জন শুধু দেশে নয়, বিদেশেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। গতকাল দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির শৃঙ্খলা উপ-কমিটির সভায় এ কথা বলেন তিনি।   

আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন— হুইপ ইকবালুর রহিম, আসলামুল হক আসলাম, নূরুল আমিন রুহুল, নির্মল রঞ্জন গুহ, ইসাহাক আলী খান পান্না প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow