শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
ঢাকা মেডিকেলে শিশু চুরি

উদ্ধারে মাঠে নেমেছে গোয়েন্দারা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধারে মাঠে নেমেছে গোয়েন্দারা। পুলিশ বলছে, এ ঘটনায় জড়িতকে ধরতে সব ধরনের চেষ্টা চলছে। বৃহস্পবাির নিউরো সার্জারি বিভাগ থেকে খাদিজা নামের তিন মাসের এক শিশু চুরি করে অজ্ঞাত এক নারী। এদিনই পুলিশের কাছে আশপাশের সিসি টিভির ফুটেজ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একইসঙ্গে শাহবাগ থানায় একটি মানবপাচার মামলা করা হয়েছে। গতকাল রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, আমরা মানবপাচারকারী ওই নারীকে ধরতে এবং শিশুটিকে উদ্ধার করতে সব ধরনের চেষ্টা শুরু করেছি। ঢামেক সূত্র জানায়, হারানো শিশুটির বাবা বহাদুর আলী ব্রেইন টিউমারের কারণে চিকিৎসার জন্য আড়াই মাস ধরে হাসপাতালে ভর্তি আছেন। তার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে। মা নাছিমা বেগম ও দশ বছর বয়সী বড় বোন স্বর্ণাসহ বাবার সঙ্গেই হাসপাতালে থাকত শিশুটি। খাদিজার মা নাছিমা জানান, বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত এক নারী তাদের বেডের পাশে এসে জিজ্ঞেস করে ডেলিভারি ওয়ার্ড কোনো দিকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর