রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

রামপাল প্রকল্প নিয়ে ইউনেস্কোর উদ্বেগের জবাব দেব : নসরুল

নিজস্ব প্রতিবেদক

রামপাল প্রকল্প নিয়ে ইউনেস্কোর উদ্বেগের জবাব দেব : নসরুল

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প নিয়ে ইউনেস্কো উদ্বেগ জানিয়ে যে চিঠি দিয়েছে সরকার তার জবাব দেবে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগে পরিবেশের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে। সিদ্ধিরগঞ্জে নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ নিয়ে গতকাল রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক কর্মশালা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইউনেস্কোর প্রতিবেদনটি আমরা অনেক আগেই পেয়েছি। তারা যা বলতে চাচ্ছে তা বিভিন্ন পরিবেশবাদীও বলে আসছেন। এ বিষয়ে পরিবেশ অধিদফতর ইউনেস্কোকে জবাব দেবে। আশা করছি সেখানে এ বিষয়ে বিবেচনা হয়তো হতে পারে।’ তিনি বলেন, ‘আমরা যে বিদ্যুৎ কেন্দ্রগুলো করতে যাচ্ছি বিভিন্নভাবে এবং বিভিন্ন দিক থেকে এর সমালোচনা করা হচ্ছে।

সর্বশেষ খবর