রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

হজে ৬৩ বাংলাদেশি হাজীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ৬৩ জন বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের হজ বুলেটিন থেকে জানা গেছে এসব তথ্য। বুলেটিনের তথ্যানুযায়ী, শুক্রবার মধ্যরাত পর্যন্ত হজে ৪৭ জন পুরুষ ও ১৬ জন মহিলা মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে মক্কায় ৪৯, মদিনায় ৮, জেদ্দায় ১ ও মিনায় ৫ জন মারা যান। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ৭৫৮ জন। বুলেটিনে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ২৩ জন হজযাত্রীকে ভর্তি করা হয়েছে।

যারা মারা গেছেন : মো. জামির আলী ভূঁইয়া (৭০), সখিনা খাতুন (৭৫), এস এম আবদুল মান্নান (৭০), এস এম ফাইজ উদ্দিন (৫৯), মো. আবদুল মান্নান (৬২), মো. বাচ্চু মিয়া (৫৬), মো. ইউনুস সরদার (৭৩), আবদুল মালেক (৫৬), মো. নুরুল ইসলাম (৬০), মমতাজ বেগম (৫২), ফুল মিয়া (৭৫), রাবেয়া খাতুন (৫১), রুবিয়া খাতুন (৫৪), মো. শামসুর রহমান (৭৫), আবদুস সাত্তার (৮৪), নিলুফা বেগম (৫৬), মো. ইব্রাহিম খান (৭১), আবদুল মান্নান (৫৭), মোতাহার হোসেন (৭০), মো. হাবিবুর রহমান (৭২) প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর