সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক লাখ টন লবণ আমদানির অনুমোদন কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

আরও এক লাখ মেট্রিক টন লবণ আমদানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংক লবণ আমদানি নিষিদ্ধ সংক্রান্ত নীতি আদেশ শিথিল করে এ অনুমোদন দিয়েছে। ১১টি শর্ত পরিপালন করে সাধারণ বোল্ডার লবণ আমদানি করতে পারবে নিবন্ধিত লবণ মিল মালিকরা। লবণ আমদানির জন্য আজকের মধ্যে আবেদন করতে হবে। আদেশে বলা হয়েছে, লবণ আমদানির জন্য এলসি খোলার দুই দিনের মধ্যে তা আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের দফতরে জমা দিতে হবে। আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক দফতর ঠিক করে দেবে একজন মিল মালিক কী পরিমাণ লবণ আমদানি করতে পারবে। এতে আরও বলা হয়েছে, এলসি খোলার ৩০ দিনের মধ্যে লবণ জাহাজীকরণ করতে হবে। নিজস্ব সচল রিফাইনারি রয়েছে এমন মিল মালিকরাই আমদানির অনুমতি পাবেন।

রিকন্ডিশন মেশিন আমদানিতে আয়ুষ্কাল সনদ জমা দিতে হবে : পুরাতন (রিকন্ডিশন) মেশিনারিজ আমদানি ক্ষেত্রে রপ্তানিকারক প্রতিষ্ঠানের অর্থনৈতিক আয়ুষ্কাল সনদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এত দিন বাণিজ্য মন্ত্রণালয়ে এ সনদ জমা দেওয়ার নিয়ম থাকলেও এখন থেকে ব্যাংকেও একইভাবে জমা দিতে হবে। গতকাল বাংলাদেশ ব্যাংক সব বাণিজ্যিক ব্যাংকে এ নির্দেশ দিয়েছে। নির্দেশে বলা হয়েছে, অধিক পুরাতন মেশিন জনজীবনের জন্য হুমকি ও পরিবেশবান্ধব না হওয়ায় এসব মেশিন আমদানির জন্য এলসি খোলার ক্ষেত্রে রপ্তানিকারক  প্রতিষ্ঠান হতে মেশিনারিজের অর্থনৈতিক আয়ুষ্কাল অবশ্যই সংগ্রহ করতে হবে।

সর্বশেষ খবর