Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২১
দুদকে ২৪ ঘণ্টার হেল্পডেস্ক চালু
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি প্রতিরোধে যে কোনো সেবা দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চালু হচ্ছে ২৪ ঘণ্টার হেল্পডেস্ক। এতে থাকবে তিন ডিজিটের হটলাইন নম্বর। ওই নম্বরে কোনো সার্ভিস চার্জ ছাড়াই দুদকের তফসিলভুক্ত যে কোনো অপরাধের বিষয়ে সরাসরি অভিযোগ করা ও পরামর্শ নেওয়া যাবে।

আগামী ৩ অক্টোবর থেকে এ সেবা চালু হবে। একই ধরনের সেবা পাওয়া যাবে ই-মেইল সার্ভিস ও এসএমএসের মাধ্যমেও। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারের মাধ্যমেও দুর্নীতি প্রতিরোধ বিষয়ে যে কোনো সেবা পাওয়া যাবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হেল্পডেস্কে চাইলে যে কেউ অভিযোগের প্রক্রিয়া, আইনি সহায়তা ও পরামর্শ, আসামির অবস্থান এবং অভিযোগ করে প্রতিকার না পাওয়াসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।

এই পাতার আরো খবর
up-arrow