সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

চাকরি স্থায়ী দাবিতে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

স্কেল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ৬৮টি সরকারি কারিগরি স্কুল ও কলেজে নিয়োগ দেওয়া ৩২০ জন শিক্ষকের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করেন। এতে সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি শামসুদ্দিনসহ ৩২০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

১৫ মাসের বেতন-ভাতা এবং সরকারি সব স্কুলের মতো সুযোগ-সুবিধা ও চাকরি স্থায়ীকরণ তাদের দাবি। ২০১১ সালের ২৫ নভেম্বর তাদের নিয়োগ দেওয়া হয়। ২০১৫ সালের ৩০ জুন ওই প্রকল্পটি শেষ হলে তাদের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়।

সর্বশেষ খবর