সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বগুড়ায় গৃহবধূ হত্যার বিচার চেয়ে জাবিতে আন্দোলন

জাবি প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূ মানসী রাণী (২১) হত্যাকারীদের বিচার দাবিতে আন্দোলনে নেমেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা। গতকাল বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে হত্যাকারীদের বিচার দাবিতে আগামীকাল অমর একুশে’র পাদদেশে মানববন্ধন কর্মসূচি’র ঘোষণা দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে নিহত মানসী রাণীর মামাতো ভাই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শুভ্র কান্তি দে লিখিত বক্তব্যে জানান, গত ২ সেপ্টেম্বর ভাসুর ও শাশুড়ি  মানসীকে  মারধর করে। পরে আবারও মারধর করে বিষ পান করালে মানসী মারা যান।

সর্বশেষ খবর