সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইসলামে সন্ত্রাস উগ্রবাদের সুযোগ নেই : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামে সন্ত্রাস বা উগ্রবাদের কোনো সুযোগ নেই। যারা সন্ত্রাসী করে তারা ইসলাম মানে না অথবা ইসলাম বুঝে না। ইসলামে জেহাদ আছে। সন্ত্রাস বা ফ্যাসাদ নেই। জেহাদ ও সন্ত্রাস এক নয়। যারা ইসলামের জেহাদ এবং সন্ত্রাসবাদ বা উগ্রতাকে এক করে দেখে তারা ইসলামের শত্রু।

গতকাল রাজধানীর কদমতলী থানার সাদ্দাম মার্কেট সংলগ্ন মাঠে আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তুষারধারা মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা ক্বারী মাসউদুর রহমান চাঁদপুরী, মুফতি নাজমুল হাসান। সভাপতিত্ব করেন মৌলভী মো. আবদুর রউফ।

সর্বশেষ খবর