সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, ৩ পুলিশ ক্লোজড

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে রাতের আঁধারে যানবাহন থামিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় এবং না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গতকাল সকালে  তাদের  কর্মস্থল থেকে প্রত্যাহার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন— সিলেট কোতোয়ালি থানার সোবহানীঘাট ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান, পুলিশ লাইনের কনস্টেবল রাজন ও পাভেল। পুলিশ জানায়, শনিবার রাত ৩টার দিকে নগরীর মিরাবাজার  ঝেরঝেরিপাড়ায় গাড়ি থামিয়ে তিন যুবককে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করেন। টাকা না দিলে গাঁজা দিয়ে তাদের  কোর্টে চালান দেওয়ার ভয় দেখান এএসআই মোস্তাফিজ।

সর্বশেষ খবর