Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০২:৩৩
রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধে জাতিসংঘে স্মারকলিপি
প্রতিদিন ডেস্ক

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ রুখে দেওয়ার লড়াইয়ে আন্তর্জাতিক সমর্থন কামনায় জাতিসংঘের সামনে মানববন্ধন করেছেন প্রবাসীরা। ‘লিবার্টি ফোরাম’ নামক নবগঠিত একটি সংগঠনের ব্যানারে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন কর্মসূচিতে কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরা হয়। এ সময় অভিযোগ করা হয়, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে ওয়ার্ল্ড হেরিটেজ খ্যাত সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘটবে পরিবেশ বিপর্যয়। বিনষ্ট হবে প্রাকৃতিক ভারসাম্য। বিদ্যুৎকেন্দ্র এলাকায় মানুষ যেমন গৃহহীন হবে, তেমনি বিরানভূমিতে পরিণত হবে সুন্দরবন।

এই পাতার আরো খবর
up-arrow