মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এসআইর বিরুদ্ধে অপহরণ মামলা

আদালত প্রতিবেদক

অপহরণের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার এসআই নুর আলমসহ দুজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল যাত্রাবাড়ীর ৬৩/২ ধলপুরের বাসিন্দা আবদুর রশিদ বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। মামলার অপর আসামি হলেন সাহিদা বেগম। এ বিষয়ে বাদীর আইনজীবী শাহদাত হোসেন আদিল সাংবাদিকদের জানান, বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম মো. মারুফ হোসৃেন ঘটনার সত্যতা যাচাই করে থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আদালত  সূত্র জানায়, বাদীর যাত্রাবাড়ীর ধলপুরের সোহাগ স্টুডিও গলির ৬৩/২ নম্বর বাসায় ৭ সেপ্টেম্বর রাত ১টার দিকে আসামিরা ঢুকে নগদ পাঁচ লাখ টাকা এবং দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। পরে বাদীকে জোর করে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। গাড়িতে উঠিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে মারধর করা হয়। এ সময় বাদীর হাতের ছাপ ও প্রাইম ব্যাংকের দুটি খালি চেকে স্বাক্ষর করিয়ে নেন আসামিরা। আসামিরা বাদীকে পরদিন সকালে ছেড়ে দেন। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।

 

সর্বশেষ খবর