মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

প্রতি পদের জন্য প্রার্থী ১৯৯ জন

নিজস্ব প্রতিবেদক

প্রতি পদের জন্য প্রার্থী ১৯৯ জন

৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষায় দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেবেন। একটি পদের জন্য প্রায় ১৯৯ জন এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান গতকাল জানান, এক হাজার ২২৬ জন ক্যাডার নিয়োগের লক্ষ্যে গত ফেব্রুয়ারিতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সে হিসাবে একটি পদের জন্য প্রায় ১৯৯ জন এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। সাড়ে ৯টা থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৩৭তম বিসিএসের দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে গতকাল পিএসসির এক প্রেসবিজ্ঞপ্তিতে মোবাইল ফোন, সব প্রকার ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ঘড়ি, ক্যালকুলেটর এবং ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশে নিষেধাজ্ঞা   আরোপ করা হয়েছে।

সর্বশেষ খবর