বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

অবৈধ নৌযানে যাত্রী পরিবহন করলেই ইজারা বাতিল

বাংলাদেশ প্রতিদিনে সংবাদ টনক নড়ে সংশ্লিষ্টদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

একের পর এক অনুমোদনহীন নৌযান ডুবিতে প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নৌপথে এ জাতীয় অনুমোদনহীন নৌযানে যাত্রী পরিবহন বন্ধে সোচ্চার হয়েছে নৌপথ নিয়ন্ত্রণকারী সরকারি এই সংস্থাটি। এই সংস্থার ইজারা দেওয়া ঘাট থেকে অনুমোদনহীন নৌযানে যাত্রী পরিবহন করা হলে সংশ্লিষ্ট ঘাটের ইজারা বাতিলের হুঁশিয়ারি দিয়েছে। বিআইডব্লিউটিএ ব্যতীত অন্য সংস্থার (জেলা পরিষদ ও উপজেলা পরিষদ) খেয়াঘাট থেকেও অনুমোদনহীন নৌযানে যাত্রী পরিবহন বন্ধে সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট সরকারি দফতর ও বিআইডব্লিউটিএর ঘাটের ইজারাদারদের কাছে এই চিঠি পাঠানোর কথা জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। বরিশাল বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, বরিশাল নদী বন্দরের অনুমোদিত ঘাট ৯০টি। সবগুলো ঘাটের ইজারাদারদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে— ওই ঘাটগুলো থেকে ট্রলারে যাত্রী পরিবহন করা হলে তাদের ইজারা বাতিল করা হবে। এ নিয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের। জানা গেছে, নৌপথে ট্রলার (১৬ অর্শ্ব শক্তির অধিক) চলাচলের অনুমোদন দেওয়া হয় শুধু পণ্য পরিবহনের জন্য। কিন্তু অসাধু ইজারাদাররা যুগ যুগ ধরে অনুমোদনহীন নৌযানে যাত্রী পরিবহন করে আসছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর