শিরোনাম
বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

খুলনা ছাত্রলীগের সাত নেতাকে হত্যার টার্গেট!

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবে দুজনকে হত্যা করা হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে হত্যা করা হবে। এমন তথ্য দিয়েছে খুলনা মহানগর সিআইডি পুলিশের হাতে গ্রেফতার ছাত্রলীগ কর্মী আল আমিন হত্যা মামলার সন্দেহভাজন আসামি ফয়সাল খান (২৪)। গতকাল সকালে ফয়সালকে মহানগরীর দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকা থেকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য জানিয়েছে বলে জানিয়েছে সিআইডি।

জানা যায়, খুলনা মহানগরীতে দুই মাসে ধারালো অস্ত্রের আঘাতে আল-আমিন তুহিন (১৯) ও সৈকত রোহান (২৫) নামের দুই ছাত্রলীগ কর্মী খুন হন। গুরুতর আহত হয়েছেন আল-হেলাল নামের আরেক কর্মী। হত্যাকাণ্ডের ধরন ও ব্যবহৃত অস্ত্রের নমুনা দেখে এসব ঘটনাকে ‘সিরিয়াল কিলিং’ বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। জানা যায়, গত ১৭ জুলাই রাতে নগরীর টুটপাড়া জাকারিয়া রোডে সরকারি আযম খান কমার্স কলেজের ছাত্র আল-আমিন তুহিনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় তুহিন। এরপর ৩১ আগস্ট রাতে পিটিআই মোড়ে খুলনা সিটি কলেজের ছাত্র সৈকত রোহানকে একইভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর