বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

৫ ভাগ প্রবৃদ্ধি প্রদানের দাবি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫ ভাগ প্রবৃদ্ধি প্রদান, নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণ এবং শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষকরা। গতকাল সংবাদ সম্মেলনে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল এ দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের ৯৫ ভাগ শিক্ষা পরিচালনা করছেন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। অথচ বেসরকারি শিক্ষক-কর্মচারীরা আজও অবহেলিত, বঞ্চিত ও মর্যাদাহীন। বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বৈষম্য থেকে মুক্তি চান। তিনি আরও বলেন, ২০১০ সালে সরকার একটি শিক্ষানীতি প্রণয়ন করেছে; যাতে সরকারি-বেসরকারি বিভাজন করা হয়েছে; যা স্বাধীন বাংলাদেশে মোটেও কাম্য নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর