বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

১০ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে ১০ প্রতিষ্ঠানকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এপিবিএন-৫-এর অপস অফিসার এসি সাইদুর রহমান জানান, গুলশান-১-এ স্বপ্ন সুপার সপ মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য মজুদ রাখায় ৫০ হাজার, উত্তর বাড্ডায় আলী বাবা সুইটস পণ্যের মোড়ক ব্যবহার না করায় ১০ হাজার এবং কুড়িল চৌরাস্তায় ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার অ্যান্ড কনফেকশনারি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের মোড়ক ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বেইলি রোডে বেইলি পিঠাঘর উন্মুক্ত স্থানে খাবার বিক্রি করায় ৫ হাজার, রস ফুড অ্যান্ড বেকারি পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় ১০ হাজার, জলি বি নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করায় ১০ হাজার, বস সুইটস পণ্যের গায়ে লেভেল ব্যবহার না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর