বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

হকার্স মার্কেট ভেঙে ফেলার উদ্যোগে বাধা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের মালিকানাধীন সর্ববৃহৎ ‘হকার্স মার্কেট’ ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। পুরাতন মার্কেট ভেঙে ফেলতে সম্পন্ন করা হয়েছে দরপত্র প্রক্রিয়া। আংশিক চালু থাকা ঝুঁকিপূর্ণ এই মার্কেটটি ভেঙে একই স্থানে একটি আধুনিক বহুতল ভবন করতে চায় সিটি করপোরেশন। তবে মার্কেটের ব্যবসায়ীদের দাবি, মার্কেট ভাঙার আগে তাদের সঙ্গে করপোরেশনকে নতুন চুক্তি করতে হবে। তা না হলে আন্দোলনে নামবেন তারা। আশির দশকে তৎকালীন সিলেট পৌর কর্তৃপক্ষ লালদীঘি ভরাট করে নির্মাণ করে হকার্স মার্কেট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর