বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

চার হাসপাতালকে ছয় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- লালবাগের দেশ ডায়াগনস্টিক সেন্টার, গ্রিন ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ও বারিধারার উপশম হেলথ পয়েন্ট প্রাইভেট লিমিটেড। গতকাল অভিযান দুটি পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ও মো. ফিরোজ আহমেদ।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, বারিধারার ব্লক-জে, রোড-০১/এ, বাড়ি-৩৫ এ ‘উপশম হেলথ পয়েন্ট প্রাইভেট লিমিটেড’ এর তত্ত্বাবধায়ক আবু ইউসুফকে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক পরিচালনা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং ডিপ্লোমা কোর্সবিহীন নার্স দিয়ে পরিচালনা করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব-১০ এর সিনিয়র এএসপি শেখ জিল্লুর রহমান জানান, মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান ব্যবহার এবং ডাক্তারের স্বাক্ষর জাল করে ভুয়া প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট তৈরি করার অপরাধে লালবাগের দেশ ডায়াগনস্টিক সেন্টারের মালিক আসাদুল্লাহকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে গ্রিন ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডা. মো. আমজাদ হোসেনকে এক লাখ টাকা এবং ল্যাবস্ক্যান ডায়াগনস্টিক সেন্টারের মালিক দিপুকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

১০ প্রতিষ্ঠানকে জরিমানা : রাজধানীতে পৃথক  অভিযানে  ১০ প্রতিষ্ঠানকে ২ লাখ ৫ হাজার  টাকা  জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর