বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

দেওয়াল ধসে প্রাণ গেল স্কুলছাত্রীর

ক্রসিংয়ে আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় ভবঘুরে আশ্রয় কেন্দ্রের পরিত্যক্ত ভবন ধসে নিশি (১৫) নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর গতকাল ভোরে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে নিশির ভাতিজা  রায়হান (৯)। এ ঘটনায় মৃতের মা আনোয়ারা বেগম শাহআলী থানায় একটি মামলা করেছেন। তাদের গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার টিক্কাবাড়ীতে। নিশি স্থানীয় সমতা মডেল স্কুলে পড়াশোনা করত।

ঢামেক সূত্র জানায়, ভবঘুরে আশ্রয় কেন্দ্রের পাশের একটি টিনশেড বাসায় বাবা-মার সঙ্গে থাকত নিশি। তাদের টিনশেড বাসার ওপর হঠাৎ পরিত্যক্ত ভবনটি ধসে পড়ে। এতে নিশি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। গতকাল ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক নিশিকে মৃত ঘোষণা করেন।

এদিকে গতকাল সকালে মালিবাগ রেলগেট ক্রস করার সময় ট্রেনে কাটা পড়ে সালাউদ্দিন ফটিক (৫২) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, ফটিক চাঁদপুর আইনজীবী সমিতির সদস্য। জয়দেবপুরগামী ডেমো ট্রেন মালিবাগ রেলগেট অতিক্রমের সময় তিনি কাটা পড়েন। তার মাথা ও পা কাটা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর