বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল কুড়িল ফ্লাইওভারের নিচের সড়কে অবৈধ দখল এবং ফুটপাতের বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল হক। একই সঙ্গে আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে বারিধারা ও মিরপুরে অবৈধ গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল এবং বার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে রাজউক। সূত্র জানায়, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদ মিয়ার নেতৃত্বে পশ্চিম কাফরুল থেকে শেওড়াপাড়া পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি ভবনের কার-পার্কিংয়ের জায়গা উদ্ধার ও একটি ভবনের অবৈধ র‌্যাম্প ভেঙে দেওয়া হয়। আরও ৫টি ভবনের পার্কিংয়ের জায়গায় অবৈধ স্থাপনা থাকায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর