বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভারতীয় ভিসা ফরম পূরণে প্রতারণার দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ভারতীয় ভিসা ফরম পূরণ নিয়ে প্রতারণার দায়ে খুলনায় আট ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে ‘চুইঝাল রেস্তোরাঁ’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল দুপুরে খুলনা মহানগরীর কেডিএ এভিনিউ গোবরচাকা ও শেখপাড়ায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম।

গোবরচাকা আলিশান মোড়ে ভারতীয় ভিসা অফিসের পাশে অনলাইনে ভিসার ফরম পূরণে প্রতারণা, অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগে শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, ফরহাদ সুজা, এনামুল হাসান, এস এম আমিন, নাজমুল হাসান, মো. সোহাগ ও জালালকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে শেখপাড়ায় অবস্থিত চুইঝাল রেস্তোরাঁয় নোংরা পরিবেশ ও ফ্রিজের মধ্যে রক্তসহ মাংসের পাশে খোলা দই সংরক্ষণের কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর