শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
কুমিল্লা আওয়ামী লীগের সাংগঠনিক দুটি জেলা

উত্তরে অফিস নেই, দক্ষিণে পানি পড়ে

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

জরাজীর্ণ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ অফিস। বৃষ্টি হলে এর অভ্যন্তরে পানি পড়ে। অফিসটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। অন্যদিকে উত্তর জেলায় আওয়ামী লীগের কোনো অফিসই নেই। কার্যক্রম চলে একটি মহিলা কলেজে। আওয়ামী লীগ সরকার ডিজিটাল সরকার হিসেবে পরিচিত হলেও দলের কার্যক্রমে নেই প্রযুক্তির ছোঁয়া।

নেতা-কর্মীদের সূত্র জানায়, কুমিল্লায় আওয়ামী লীগের দুটি সাংগঠনিক জেলা কুমিল্লা দক্ষিণ ও কুমিল্লা উত্তর। দক্ষিণ জেলার অফিস কুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায়। অফিসটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেখানে কয়েকটি চেয়ার ও একটি টেলিভিশন থাকলেও টেলিভিশনটি দীর্ঘদিন ধরে নষ্ট। কোনো কম্পিউটার নেই, নেই ইন্টারনেট সংযোগ। দক্ষিণ জেলার কোনো ফেসবুক পেজ বা ই-মেইল আইডিও নেই। এদিকে উত্তর জেলার কার্যক্রম চলে চান্দিনা উপজেলা সদরের অধ্যাপক আলী আশরাফ এমপি প্রতিষ্ঠিত চান্দিনা মহিলা কলেজে। এ ছাড়া এখানকার চান্দিনা পূর্ব বাজারে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের একটি অফিস রয়েছে। চান্দিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি টিনশেড। বৃষ্টি হলেই কার্যালয়ে পানি পড়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর