শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

আজ ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৩৭তম বিসিএসের দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা চলবে। পরীক্ষায় দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেবেন। একটি পদের জন্য প্রায় ১৯৯ জন এই পরীক্ষায় অংশ নেবেন। মোবাইল ফোন, সবরকম ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ঘড়ি, ক্যালকুলেটর এবং ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আজ সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের কনফারেন্স রুমে কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সদস্যদের উপস্থিতিতে পরীক্ষার প্রশ্নপত্র থেকে লটারির মাধ্যমে একটি সেট নির্ধারণ করবেন। এ সময় সংশ্লিষ্ট বিভাগের জেলা প্রশাসকরা ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর