শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পঞ্চাশটি অবৈধ দোকান উচ্ছেদ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদসহ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রতারণা ও ইয়াবা বিক্রির দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এপিবিএন-৫-এর অপারেশন্স অফিসার এসি সাইদুর রহমান জানান, গতকাল ওয়ারী থানার কাপ্তান বাজারে অসাধু ব্যবসায়ী সিটি করপোরেশনের জায়গা অবৈধভাবে দখল করে মুরগির মার্কেট গড়ে তুলে বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। অভিযানে ৫০টি অবৈধ মুরগির দোকান উচ্ছেদ করা হয়। মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করায় সবুজবাগের ‘সালাম ডেইরি ফার্ম অ্যান্ড ফুড প্রোডাক্টস’-এর ব্যবস্থাপক নজরুল ইসলামকে ৩০ হাজার এবং ‘গ্রামীণ সুইটমিট বেকারি অ্যান্ড ফুডস লিমিটেড’-এর ব্যবস্থাপক জুয়েল রানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দক্ষিণখান থানার আশকোনা থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহীন শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

এপিবিএন-৫-এর এসি সাইদুর রহমান ও ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদার ও আবু সাঈদ এবং বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাগিরদার এ অভিযান পরিচালনা করেন।

সর্বশেষ খবর