শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিক্ষার্থীদের যোগ্য হিসেবে প্রমাণ করতে হবে : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, হাওরে একসময় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। তখন প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য শিক্ষিত লোক পাওয়া যেত না। এখন আর সে অবস্থা নেই। হাওরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় শিক্ষার হার বেড়েছে। কেবল শিক্ষার হার বাড়লেই চলবে না, হাওরের শিক্ষার্থীদের নিজেদের যোগ্য হিসেবে প্রমাণ করতে হবে। তিনি গত সন্ধ্যায় মিঠামইনের মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি আরও বলেন, হাওরের কৃষক একটিমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল। কোনো কোনো বছর অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও আগাম বন্যার পানিতে কৃষকের সেই স্বপ্নের ফসল নষ্ট হয়ে যায়। তখন তাদের আর কষ্টের সীমা থাকে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর