শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্লেনে সেলফি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্লেনে মোবাইল ফোনে পাইলট ও যাত্রীদের সেলফি নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)। পাশাপাশি বিমানযাত্রী, উড়োজাহাজ চালক ও ক্রুদের মুঠোফোন ব্যবহারে বেশকিছু নির্দেশনা মেনে চলার কথাও বলা হয়েছে। এ নির্দেশনা অমান্যকারী বিমান সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে সিভিল এভিয়েশনের ৩৩৩ রুল অনুযায়ী কারাদণ্ড, জরিমানা, লাইসেন্স ও সনদ বাতিল করা হতে পারে। সম্প্রতি সারা বিশ্বে ঘটে যাওয়া কয়েকটি বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ১৯ সেপ্টেম্বর সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনাটি বাংলাদেশে চলাচলকারী সব বিমান সংস্থাকে দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর