শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

তাজিয়া মিছিলে ছুরি কাঁচি ও বল্লম নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

আশুরার দিন তাজিয়া মিছিলে ছুরি, কাঁচি ও বল্লম নিয়ে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সকালে মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। প্রসঙ্গত, আশুরা উপলক্ষে পুরান ঢাকায় হোসনী দালান থেকে শিয়া সম্প্র্রদায়ের তাজিয়া মিছিল বের হয়। কারবালার রক্তাক্ত স্মৃতি স্মরণে এ সময় অনেককে ‘হায় হোসেন-হায় হোসেন’ মাতম তুলে নিজের দেহে আঘাত করে রক্ত ঝরাতে দেখা যায়। এ কারণে অনেকেই ছুরি, কাঁচি, বল্লম ও শেকল বহন করেন। ডিএমপি প্রধান বলেন, এবার হিন্দুদের দুর্গা পূজা এবং মুসলমানদের আশুরা একই সময়ে পড়ায় ‘নিশ্ছিদ্র নিরাপত্তা’ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর