শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের ভর্তি না করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধার সন্তান ও মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের ভর্তির সুযোগ না দিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধার সন্তান ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর ৬ শতাংশ ভর্তি নিশ্চিত করবে না তাদের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িক সনদ বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। আরও বলা হয়, এই শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়ার পাশাপাশি টিউশন ফি ও অন্যান্য ফি মওফুক করতে হবে।

সর্বশেষ খবর