শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

৭১-এ পা দিলেন ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

৭১-এ পা দিলেন ড. মোশাররফ

একাত্তরে পা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ১৯৪৬ সালের ১ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য  মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে তিনি ১৯৭১ সালে বিলাত প্রবাসীদের সংগঠিত করেন এবং ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে বলিষ্ঠ নেতৃত্ব দেন। ড. মোশাররফ ১৯৮৬, ১৯৯৬, ২০০৭, ২০১২ ও ২০১৪ সালে  গ্রেফতার হয়ে বিভিন্ন রাজনৈতিক মামলায় প্রায় ৫ বছর কারাভোগ করেন। ’৭৯ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ছেড়ে বিএনপিতে যোগ দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর