Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৩৩
তালাকের প্রতিশোধ নিতে সাবেক স্ত্রীকে এসিড
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
তালাকের প্রতিশোধ নিতে সাবেক স্ত্রীকে এসিড

তালাকের প্রতিশোধ নিতে সাবেক স্ত্রী শেলী আক্তার (২২) ও তার মা হোসনে আরা বেগমকে (৫০) এসিড ছুড়ে মারার কথা পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেফতার হওয়া অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম (৩০)। গতকাল বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানায় নগর পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা থেকে জাহাঙ্গীরকে নগরীর কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করে। নগর পুলিশের দক্ষিণ জোনের কার্যালয়ে পুলিশ গাড়ি থেকে নামানোর সময় জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, ‘শেলী আমাকে তালাক দিলেও আমি তাকে তালাক দেইনি। ফলে সে এখনো আমার স্ত্রী। এসিড মারার কথা স্বীকার করে তিনি বলেন, নিজের স্ত্রীকে অন্য কারও সঙ্গে দেখলে কেমন লাগে?

এই পাতার আরো খবর
up-arrow