Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৩৪
বাবার পাশে সমাহিত হলেন হান্নান শাহ
নিজস্ব প্রতিবেদক
বাবার পাশে সমাহিত হলেন হান্নান শাহ
গাজীপুরে গতকাল হান্নান শাহের জানাজা অনুষ্ঠিত হয় —বাংলাদেশ প্রতিদিন

বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে। গত তিন দিনে ৯ দফা জানাজা শেষে তাকে গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়ার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গতকাল গাজীপুরে চার দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় গাজীপুর রাজবাড়ি মাঠে, সকাল সাড়ে ১১টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে, বেলা ৩টায় ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় এবং সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয় বাদ আসর নিজ বাড়ি সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে। এরপরই হান্নান শাহকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গাজীপুরের নামাজে জানাজায় দলীয় নেতা-কর্মী সমর্থকদের পাশাপাশি সর্বস্তরের মানুষের ঢল নামে। এর আগে সকালে সিএমএইচের হিমঘর থেকে সড়ক পথে তার মরদেহ গাজীপুরে নিয়ে যাওয়া হয়। গাজীপুর থেকে কাপাসিয়া হয়ে গ্রামের বাড়ি ঘাগটিয়া চালা পর্যন্ত রাস্তার দুই পাশে বিভিন্ন স্থানে কালো পতাকা উড়তে দেখা যায়।

এই পাতার আরো খবর
up-arrow