শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সাংবাদিকদের আরেকটু প্রফেশনাল হতে হবে

———— ড. গোলাম রহমান

নিজস্ব প্রতিবেদক

‘সাংবাদিকদের আরেকটু বেশি প্রফেশনাল হওয়ার চেষ্টা করতে হবে। আমি এখন তেমনটা দেখি না’ বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান। গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ বি এম মূসা-সিতারা মূসা ফাউন্ডেশনের উদ্যোগে এ বি এম মূসা স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসবে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্মারকগ্রন্থটি সম্পাদনা করেন ড. আনিসুজ্জামান এব অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করা হয়। আলোচকরা বলেন, ‘পাছে লোকে কিছু বলে’ তা নিয়ে ভ্রুক্ষেপ করতেন না মূসা ভাই। সহজভাবে অকপটে সত্য উচ্চারণ করেছেন সাহসের সঙ্গে। বক্তারা বলেন, সাংবাদিকতায় বাঙালি মুসলমানদের মধ্যে দ্বিতীয় প্রজন্মের প্রথম মানুষ ছিলেন এ বি এম মূসা। তিনি উত্তাল সময়ের মধ্যে অত্যন্ত সাহসিকতার মধ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছেন। সিদ্দিক সালিকদের (তৎকালীন পাক সেনাদের পিআরও) মতো মানুষের সঙ্গেও সব সময় মেজাজ নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, ‘আমি ৩৮-৪০ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। অল্প কিছুদিন আগে অবসর নিয়েছি। সেই হিসেবে আমি বলব, এই সাংবাদিকতার পেশায় যারা রয়েছেন, তাদের আরেকটু বেশি প্রফেশনাল কাজকর্ম করার চেষ্টা করতে হবে। কেন জানি না, আমি বিএফইউজে হোক, ডিইউজে হোক, জাতীয় প্রেসক্লাব হোক তাদের পক্ষ থেকে খুব বেশি প্রফেশনাল কর্মকাণ্ড দেখি না। আর আমাদের প্রফেশনালিজম না থাকায় আমরা রাজনৈতিকভাবেও সুদৃঢ় নই।’

আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ বি এম মূসার স্ত্রী সেতারা মূসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সাখাওয়াত আলী খান, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, হলি ডে সম্পাদক সৈয়দ কামালউদ্দিন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের (একাংশ) সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ, পূর্বপশ্চিম ডটকমের সম্পাদক পীর হাবিবুর রহমানসহ আরও অনেকে। এতে ধন্যবাদ জানান এ বি এম মূসার মেয়ে পারভীন সুলতানা ঝুমা।

সর্বশেষ খবর