শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দুর্নীতির অভিযোগে কাস্টমস কমিশনার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির অভিযোগে এক কাস্টমস কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এম হাফিজুর রহমান নামে বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের কর্মকর্তা কাস্টমস কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন, সরকারি কর্মকর্তা হয়েও দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা অর্জন করায় তাকে বরখাস্ত করা হয়। গত ২৪ সেপ্টেম্বর সিনিয়র সচিব মো. নজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হাফিজুর রহমানকে বরখাস্ত করার আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও জ্ঞাত আয়বহির্ভূত অর্থ ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা অর্জন করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল), বিধিমালা ১৯৮৫ এর বিধি-৪(৩)(ডি) অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়। আদেশে আরও বলা হয়, হাফিজুর রহমান দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে ‘বেস্ট লজিস্টিক লিমিটেড’ নামে একটি ফ্রেইট ফরোয়ার্ডিং প্রতিষ্ঠানের ৭৫ শতাংশ মালিকানা অর্জন করেন। অবৈধ অর্থে একাধিক ফ্ল্যাট ক্রয়, দুবাই ও লন্ডনে ব্যবসা পরিচালনা করছেন।

সর্বশেষ খবর