রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন হচ্ছে আজ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানিয়েছে, স্মার্টকার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্মার্টকার্ড প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তার স্মার্টকার্ড তুলে দেবেন সিইসি। প্রধানমন্ত্রী জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের স্মার্টকার্ড হস্তান্তর করবেন। তবে রাষ্ট্রপতির স্মার্টকার্ডটি পরে বঙ্গভবনে গিয়ে সিইসি ও অন্য কমিশনাররা তার সঙ্গে সাক্ষাৎ করে হস্তান্তর করবেন। এদিকে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের পর কাল পরীক্ষামূলকভাবে ঢাকা দুই সিটি করপোরেশনের উত্তরা ও রমনার চারটি ওয়ার্ড এবং কুড়িগ্রামে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ শুরু হবে। তিন সপ্তাহ এ বিতরণ কাজ চলবে। এ কাজের অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে ঢাকায় পুরোদমে বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে স্মার্টকার্ড বিতরণসংক্রান্ত তথ্য জানতে যে কোনো মোবাইল ফোন থেকে ১০৫ নম্বরে কল করার অনুরোধ জানিয়েছে এআইডি উইং। রাজধানীর বাইরে কুড়িগ্রামে : আগামীকাল ৩ অক্টোবর রাজধানীতে পাইলটিং কার্যক্রম শুরুর পাশাপাশি কুড়িগ্রামেও বিতরণ শুরু হবে। এখানকার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় প্রধান নির্বাচন কমিশনার বিতরণ কাজের উদ্বোধন করবেন। এনআইডি উইং জানিয়েছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভোটারদের স্মার্টকার্ড দেওয়া হবে। এ ক্ষেত্রে এখানকার তিনটি ইউনিয়নের বিলুপ্ত ছিটমহলবাসীও স্মার্টকার্ড পাবে। ঢাকা ও কুড়িগ্রামের পর পর্যায়ক্রমে সারা দেশে বিতরণে যাবেন তারা। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম শেষ করার প্রকল্প রয়েছে ইসির।

সর্বশেষ খবর